আর্কাইভ থেকে বাংলাদেশ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শিশুরা কেমন আছে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শিশুরা কেমন আছে

ইউক্রেনে রাশিয়ার হামলা এখন সাতদিনে পৌঁছেছে। সাতদিনের মাথায় এসে ইউক্রেনের বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা।

গেলো কয়েক ঘণ্টায় ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী কিয়েভ এবং আরো কিছু শহর। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল অগ্নিকুণ্ডে শহরের আকাশ জ্বলে উঠেছে। বহু হতাহতের খবর পাওয়া গেছে।

রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কিয়েভ শহরের কাছাকাছি চলে এসেছে।

জাতিসংঘ বলছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়ে প্রায় ১০ লাখ মানুষ পালিয়েছে। এ সংখ্যা দ্রুত আরও বাড়ছে।

ইউক্রেন-রাশিয়ার এ যুদ্ধে করুণ অবস্থায় রয়েছে নারী ও শিশুরা। তাদের অনেকেই পাতাল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে শিশুদের পর্যাপ্ত খাবার নেই। মানসিকভাবে ভেঙ্গে পড়েছে অনেক শিশু। যুদ্ধের ভয়বহতা তাদের মনে বিশাল ক্ষত তৈরি করেছে।

এসব কিছুর মাঝেও শিশুদের মনোবল বাড়াতে অনেকে কাজ করে যাচ্ছেন। ইউক্রেনের কিয়েভের একটি পাতাল রেল স্টেশনে আশ্রয় নেওয়ার সময় একজন মহিলা শিশুদেরকে গল্প পড়ে শোনাচ্ছেন৷ অনেকে আবার কার্টুন বা মোবাইলে বিনোদন দেয়া চেষ্টা করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধবিধ্বস্ত | ইউক্রেনে | শিশুরা | কেমন | আছে