আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে মানবিক সংকট দেখা দিয়েছে

ইউক্রেনে মানবিক সংকট দেখা দিয়েছে

ইউক্রেনের ওপর হামলা অব্যাহত থাকায় মানবিক সংকট দেখা দিয়েছে। দেশটির প্রধান দক্ষিণ-পূর্ব শহর মারিউপোল রাশিয়ান বাহিনী ঘেরাও করে রেখেছে। শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলভ বৃহস্পতিবার সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমাদের পুরো শহরে বিদ্যুৎ নেই, আমাদের পানির সরবরাহ নেই, আমাদের স্যানিটারি ব্যবস্থা নেই, আমাদের শীত থেকে রক্ষার ব্যবস্থা নেই।

ডেপুটি মেয়র বলেন, রাশিয়ান সেনারা আমাদের শহরকে সমস্ত অস্ত্র দিয়ে ধ্বংস করছে। কামান, বিমান থেকে বোমা, রকেট হামলা করেছে।

অরলভ বলেন, আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ড খুব সাহসী, তারা ইউক্রেনের জন্য, মারিউপোলের জন্য দাঁড়িয়ে লড়াই করে। তবে পরিস্থিতি বেশ নাজুক।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে পোল্যান্ডে চলে গেছেন পৌনে ছয় লাখের বেশি ইউক্রেনীয়।

ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনে | মানবিক | সংকট | দেখা | দিয়েছে