আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের জাহাজে থাকা জামালকে খোঁজে পরিবার

ইউক্রেনের জাহাজে থাকা জামালকে খোঁজে পরিবার

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে আটকেপড়া ' বাংলার সমৃদ্ধি ' নামক জাহাজটিতে ,বুধবার (২ মার্চ) রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়। একই সাথে আটকা পড়ে জাহাজটিতে থাকা আরো ২৮জন নাবিক।

একই জাহাজে থাকা নরসিংদীর জামাল হোসেনেরও খোঁজ পাচ্ছে না স্বজনরা। এমনটাই জানিয়েছেন জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন। জামাল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে।

কনক হোসেন বলেন, জামাল পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ওই জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমায়। ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার খবর পেয়ে বুধবার থেকে বার বার চেষ্টা করেছি বড় ভাইয়ের খোঁজ খবর নেওয়ার। কিন্তু কোনোভাবেই খোঁজ নিতে পারিনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা।

তিনি বলেন, পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় অন্যরা সবাই ভালো আছে। কিন্তু আমরা কোনও ভাবেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। তাই পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠায় মধ্যে দিন কাটাচ্ছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনের | জাহাজে | থাকা | জামালকে | খোঁজে | পরিবার