আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনে আটকে পড়া নাবিকদের উদ্ধার

ইউক্রেনে আটকে পড়া নাবিকদের উদ্ধার

ইউক্রেন আকান্ত জাহাজ থেকে বাংলাদেশি নাবিকদের উদ্ধার করা হয়েছে, একই সাথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে থার্ড ইনঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহও। বাকি ২৮ জন অক্ষত আছেন। তারা সবাই ভা‌লো আছেন ব‌লে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।   

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার দিনই গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সেখানে হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই বুধবার (২ মার্চ) রাতে বাংলাদেশি জাহাজটিতে রকেট হামলা হয়। এতে ওই জাহাজে থাকা নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়েছিলো ।

বিস্তারিত আসছে....

 

এসআই/
 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনে | আটকে | পড়া | নাবিকদের | উদ্ধার