আর্কাইভ থেকে শিল্প-সাহিত্য

কাল পর্দা উঠবে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের

কাল পর্দা উঠবে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের
শুরু হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩।’ বাংলাদেশ-ভারত দু’দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন হয়েছে। এতে দু’দেশের চার হাজারেরও বেশি সংস্কৃতিকর্মীর অংশগ্রহণ করছেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের দ্বাদশ আসরের উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ১২ দিনব্যাপী এ উৎসব চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বরাবরের মতো এবারের উৎসবে থাকছে মঞ্চনাটক, পথনাটক, আবৃত্তি, নৃত্য, সংগীত, পাপেট শো এবং প্রতিবন্ধী শিল্পীদের বিশেষ পরিবেশনা। উৎসবের ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন। উৎসবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনার পাশাপাশি শিশু কিশোর সংগঠনগুলোর নানান পরিবেশনাও থাকবে। জাতীয় নাট্যশালার সামনে উৎসবের মুক্ত মঞ্চ নির্মিত হয়েছে। ওই মঞ্চে প্রতিদিন বিকেলে গান, কবিতা ও নৃত্যের আয়োজন থাকবে। উভয় দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মৈত্রীর বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এবারের উৎসবে অংশ নেবে বাংলাদেশ ও ভারতের ১১২টি সাংস্কৃতিক দলের প্রায় চার হাজার শিল্পী। বুধবার (৪ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার কক্ষে উৎসব পরিচালনা পর্ষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় নাট্যশালার তিনটি মিলনায়তন ও মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ ও ভারতের ৪৫টি নাট্যদলের নাটক। এর মধ্যে থাকবে ভারতের ছয়টি দলের প্রযোজনা। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে নৃত্যনাট্য, গীতি আলেখ্য ও আবৃত্তি প্রযোজনা। প্রতিদিন বিকেলে মুক্ত মঞ্চে থাকবে গান, কবিতা ও নৃত্য। প্রসঙ্গত, এবার অনলাইনে (https://www.boxofficebd.com/) মঞ্চনাটকের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কাল | পর্দা | উঠবে | গঙ্গাযমুনা | সাংস্কৃতিক | উৎসবের