আর্কাইভ থেকে বাংলাদেশ

ওয়ার্নের মৃত্যুতে কোনো রহস্য নেই : ব্যাংকক পুলিশ

ওয়ার্নের মৃত্যুতে কোনো রহস্য নেই : ব্যাংকক পুলিশ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন-শুক্রবার (০৪ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় তার মৃত্যুর প্রাথমিক এই খবরে এটাই ধারণা করা হচ্ছে। গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। স্বাভাবিকভাবেই তার অনেক ভক্ত প্রশ্ন তোলেন, এই মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কি-না! তবে থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে কোনো রহস্য নেই।

ব্যাংককের বোফাট থানা এই সংবাদ দিয়েছে। সেখানকার পুলিশ কর্মকর্তা চাচাউইন নাকমুসিক জানিয়েছেন, ওয়ার্নের মৃত্যু অস্বাভাবিক বা রহস্যজনক নয়। তবু রীতি মেনে তার মরদেহের ময়নাতদন্ত হবে। এজন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত্যুর সময় থাইল্যান্ডে ছিলেন ওয়ার্ন। তার এজেন্সি জানিয়েছে, থাই বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায় তাকে। পরে চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। তবে আর চেতন হননি তিনি। এ নিয়ে সেখানকার কয়েকজন এবং আশেপাশের কয়েকজনকে আজ শনিবার (০৫ মার্চ) জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে এই ঘটনাকে কোনোভাবেই সন্দেহজনক বলে মনে করছে না তারা।

গতকাল আচমকাই মৃত্যু হয় ওয়ার্নের। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন তিনি। তার ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, এসময়ে ওয়ার্নের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করেছে তার পরিবার। মৃত্যুকালে তিন সন্তান ব্রুক, সামার ও জ্যাকসনকে রেখে গেছেন তিনি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়ার্নের | মৃত্যুতে | কোনো | রহস্য | নেই | | ব্যাংকক | পুলিশ