আর্কাইভ থেকে বাংলাদেশ

অবশেষে পুতিনের যুদ্ধবিরতির ষোষণা

অবশেষে পুতিনের যুদ্ধবিরতির ষোষণা

ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা দুটি শহরে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খুলে দিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 

আজ শনিবার (৫ মার্চ) রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি এবং স্পুটনিক বিষয়টি নিশ্চিত করেছে। আজ দুপুর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা যায়। 

জানা যায়,  চলমান যুদ্ধের দশম দিনে ইউক্রেনের মারিউপোল, ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডোর খোলার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলের অজ্ঞাত এক স্থানে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। আলোচনায় রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো হয়, যেন বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছে দেয়া যায়।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | পুতিনের | যুদ্ধবিরতির | ষোষণা