মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। তারা এই সহায়তা বন্ধ করলে রুশ বাহিনী্র বিরুদ্ধে এক সপ্তাহও টিকতে পারবে না ইউক্রেনের সেনাবাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র কিয়েভকে সহায়তা কমিয়ে দিলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একার পক্ষে সেই সহায়তা অব্যাহত রাখা সম্ভব নয়। ইই্উ’র পক্ষে এই সতর্কতা আসার পরই রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর)সোচি শহরের ব্ল্যাক সি রিসোর্টে মস্কোভিত্তিক থিংকট্যাংক (চিন্তাকেন্দ্র) ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তৃব্য দেয়ার সময় রুশ প্রেসিডেন্ট আরো বলেন, গত জুনে রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পালটা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৯০ হাজারেরও বেশি সেনা হারিয়েছে।
পশ্চিমাদের সামরিক সহায়তার বিষয়ে পুতিন বলেন,ইউক্রেনকে প্রতিমাসে হাজার হাজার কোটি ডলারের অনুদান দেওয়া হচ্ছে। যদি এটা বন্ধ হয়ে যায়, তা হলে এক সপ্তাহের মধ্যে জেলেনস্কির সব সেনা মারা যাবে।
আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য কিয়েভের প্রয়োজনীয় সামরিক ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি চিন্তিত যে ইউক্রেনের জন্য আমাদের সহায়তা লাইনচ্যুত হতে পারে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ অক্টোবর)স্পেনে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির (ইপিসি) এক সভায়, ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, কিয়েভের প্রাথমিক দাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণ করতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন।