আর্কাইভ থেকে আওয়ামী লীগ

মিরসরাইয়ের সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীর ভিড়

মিরসরাইয়ের সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীর ভিড়
আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হওয়ার আগেই লোকে লোকারণ্য সমাবেশস্থল। সমাবেশ ঘিরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভা এলাকা। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে দায়িত্ব পালন করছেন হাইওয়ে ও জোরারগঞ্জ থানা পুলিশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের মভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন মিরসরাইয়ের | সমাবেশে | আওয়ামী | লীগের | নেতাকর্মীর | ভিড়