ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে ব্যাপকহারে রকেট হামলা চালালে এর জবাবে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরাইলও। হামলা-পাল্টা হামলার পর দু’দেশেই এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সংবাদ মাধ্যম আল জাজিরার দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জাতিসংঘের মুখপাত্র জানান, ‘অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।’
এদিকে যুদ্ধের এ উত্তাপ এরই মধ্যে পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ গাজা থেকে পশ্চিম তীরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার। গাজায় হামলা-পাল্টা হামলার খবরে পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।
রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে আকরাবার কাছে খিরবেত ইয়ানউন হামলায় ৪ জন আহত হয়েছে। সালফিটের পূর্বে ইয়াসুফে গোলাবারুদে ৬জন আহত হয়েছে। এ ছাড়া এক ইসরায়েলির ছুরিকাঘাতে একজন আহত এবং টিয়ার গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত কারণে ২৫ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।
রেডক্রিসেন্টের ওই মুখপাত্র আরও জানান, নাবলুসের দক্ষিণে কাসরায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। সেখানে এখনও হামলা চলছে। এ ছাড়া হুওয়ারায় একটি অ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ওপর আক্রমণ হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালায় হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ১০০ জন নিহত হয়েছে। হামাসের হামলার পরপরই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা বিমান হামলা শুরু করলে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে।