আর্কাইভ থেকে বাংলাদেশ

তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অবসানের লক্ষ্যে আগের দুই বৈঠকে সমাধানে না আসতে পারায় ফের বৈঠকে বসতে যাচ্ছে এ দুই দেশের প্রতিনিধিরা।

আসছে সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় আলোচনায় মিলিত হবে দুই দেশ। তবে এবারের বৈঠকটি কোথায় হচ্ছে সে তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: রয়টার্স

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া তার ফেসবুকে দেয় এক পোষ্টে এ  বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার পক্ষ থেকেও শুধু বলা হয়েছিল সোমবার বৈঠক হতে পারে।

এর আগে বেলারুশে দুই দফা বৈঠকে খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি।

এদিকে গেলো শুক্রবার (৪ মার্চ) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়। শলৎসকে পুতিন বলেন, মস্কোর শর্ত পূরণে ইউক্রেনের দেয়া প্রতিশ্রুতিই এ অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পুতিনের দেয়ো শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন তৃতীয় | দফায় | বৈঠকে | বসছে | ইউক্রেনরাশিয়া