আর্কাইভ থেকে বাংলাদেশ

‘মস্কোর দাবি পূরণ হলেই হামলা বন্ধ’

‘মস্কোর দাবি পূরণ হলেই হামলা বন্ধ’

ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করা হবে। জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গেলো রোববার (৬ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদায়োনের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ক্রেমলিন। সূত্র বিবিসি

রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনের ওপর স্থল, আকাশ ও সমুদ্রের মাধ্যমে আগ্রাসন একটি বিশেষ সামরিক অভিযান। যা প্রয়োজন ছিল। 

তার আগের কথার পুনরাবৃত্তি করে পুতিন বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।

ফোনালাপের পর এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্সি রেজেপ তাইয়িপ এরদোয়ান জানিয়েছেন, পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করার, মানবিক করিডোর খোলার এবং শান্তি চুক্তিতে সই করার আহ্বান জানানো হয়েছে। 

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন মস্কোর | দাবি | পূরণ | হলেই | হামলা | বন্ধ