আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া আগ্রাসনে ৩৬৪ বেসামরিকের প্রাণহানি: জাতিসংঘ

ইউক্রেন-রাশিয়া আগ্রাসনে ৩৬৪ বেসামরিকের প্রাণহানি: জাতিসংঘ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১২তম দিন পর্যন্ত কমপক্ষে ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৫টি শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৭৫৯ জন। জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

আজ সোমবার (৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

জাতিসংঘ বলছে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।'

এদিকে,  গেলো রোববার (৬ মার্চ) ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১১তম দিনে শরণার্থীর ঢল নেমেছে ইউরোপে। যুদ্ধে এ পর্যন্ত ১৫ লাখ ইউক্রেনবাসি পাড়ি জমিয়েছেন প্রতিবেশি দেশগুলোতে। 

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনরাশিয়া | আগ্রাসনে | ৩৬৪ | বেসামরিকের | প্রাণহানি | জাতিসংঘ