আর্কাইভ থেকে বাংলাদেশ

তের বছরে সর্বোচ্চ উঠেছে জ্বালানি তেলের দাম

তের বছরে সর্বোচ্চ উঠেছে জ্বালানি তেলের দাম

ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসনের কারণে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে  আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে। ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সেনাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার আগাম আশঙ্কা প্রকাশ করছিলেন আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা।

বৈশ্বিক তেল বাণিজ্যে রাশিয়া একটি মুখ্য উৎস। ইউরোপের চার ভাগের এক ভাগ জ্বালানি তেলের যোগান মূলত রাশিয়া থেকেই পূরণ করা হয়। 

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন তের | বছরে | সর্বোচ্চ | উঠেছে | জ্বালানি | তেলের | দাম