আন্তর্জাতিক

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাসপ্রদান করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সৌদির রাজধানী রিয়াদ সফরকালে তিনি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করেন।

সৌদি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, এই সফর সৌদি-পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #ফিল্ড মার্শাল আসিম মুনির #সৌদি আরবে #কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস