আর্কাইভ থেকে বাংলাদেশ

যে গরু দেখে অবাক নাটোরবাসী

যে গরু দেখে অবাক নাটোরবাসী
গৃহপালিত প্রাণি গরুর চার পা ও একটি লেজ থাকে বলে সবার জানা। তবে এবার আশ্চর্য হওয়ার মতো ঘটনা ঘটেছে নাটোরে। যা দেখতে ভিড় করছে উৎসুক মানুষ। অবাক দৃষ্টিতে প্রাণিটিকে দেখে অনেকে বলছে, গরুর পাঁচ পা হয় নাকি? আবার দুটি লেজও আছে! হ্যাঁ নাটোরে সন্ধান মেলেছে পাঁচ পা ও দুই লেজ যুক্ত এক গরুর। পঞ্চম পা পেটের সঙ্গে ঝুলছে এবং দ্বিতীয় লেজটিও খুব ছোট আকারের। আর তা দেখে গ্রামবাসী অবাক, এও সম্ভব? সদর উপজেলার ডাল সড়কের ডিম ল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকা দিয়ে কিনে তার ফার্মে নিয়ে আসেন। কেতাব আলী জানান, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ব্যতিক্রমী কোন গরু তিনি তার খামারে পালন করবেন। সেই ইচ্ছে থেকেই বিভিন্নস্থানে অনুসন্ধান করে এ গরুর খোঁজ পান। সাতক্ষীরার ভারতীয় সীমান্তে এমন গরুর সন্ধান পেয়ে তিনি সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন গরুটি সুস্থ্য রয়েছে। তার ফার্মেই গরুটি লালন-পালন করবেন কেতাব। এদিকে, গরুটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এসে ভিড় করছেন তুলছেন ছবি। তাদের কেউ কেউ বলছেন, এমন বিরল খবর ইন্টারনেটে দেখলেও এবার সামনে দেখে হতবাক অনেকেই। তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন গরু | দেখে | অবাক | নাটোরবাসী