আর্কাইভ থেকে দেশজুড়ে

কেজিতে কাঁচামরিচের দাম কমলো ৬০ টাকা

কেজিতে কাঁচামরিচের দাম কমলো ৬০ টাকা
দিনাজপুরের হিলিতে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কাঁচামরিচের দাম কমেছে। একদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। সোমবার (৯ অক্টোবর) হিলি বাজার ঘুরে জানা যায়, রোববার খুচরা বাজারে দেশি কাঁচামরিচ প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সোমবার সেই কাঁচামরিচ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। এক ক্রেতা বলেন, ‘হিলি বাজারে গতকাল ৫০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনেছি, আজ ৩৫ টাকা দিয়ে কিনলাম। দাম কিছুটা কমেছে।’ হিলি বাজারের এক কাঁচামরিচ বিক্রেতা বলেন, কয়েক দিন টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে যায়। কৃষকরা ক্ষেত থেকে তুলতে না পারায় দাম কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু দুদিন পর থেকে আবহাওয়া ভালো থাকায় পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত আছে। রোববার দুই ট্রাকে ১৩ হাজার ৬০০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত দুটি ট্রাকে ১৬ হাজার ৭২ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কেজিতে | কাঁচামরিচের | দাম | কমলো | ৬০ | টাকা