আর্কাইভ থেকে বাংলাদেশ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ছাত্রলীগ না করায় এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। হলের বরাদ্দ সিটও বাতিল করা হয়েছে তাদের। 

গেলো সোমবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা শেষ হয় সন্ধ্যায়।

সভায় একই ঘটনায় আরও এক শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দিয়ে তার হলের সিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। হলের সিট বাতিল করা হয়েছে আরও তিন শিক্ষার্থীর। এছাড়া তিন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই চার শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ ইস্যুর সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। সেইসঙ্গে তাদের নিজ নিজ হলে বরাদ্দ দেয়া সিটও বাতিল করার সুপারিশ করা হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কাজী | নজরুল | বিশ্ববিদ্যালয়ের | ৪ | শিক্ষার্থী | সাময়িক | বহিষ্কার