আর্কাইভ থেকে ক্রিকেট

ভারত-আফগানিস্তান ম্যাচে কে এগিয়ে?

ভারত-আফগানিস্তান ম্যাচে কে এগিয়ে?
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ভারত।  আয়োজক দেশটির এবারের প্রতিপক্ষ আফগানিস্তান।  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।   বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় দিয় আসর শুরু করেছে। অজিদের বিরুদ্ধে জয়ে যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।  অন্যদিকে অফগানিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। শক্তির বিচারে ভারতীয় দল আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে। তবুও রশিদ খানদের ভারতীয় দল হাল্কা ভাবে নেওয়ার ভুল করবে না নিশ্চয়ই। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও টিম ইন্ডিয়া শিবিরে নেই শুভমন গিল। তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে খেলেছিলেন ঈশান কিষাণ। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে রানের খাতা খুলতে পারেননি ঈশান।  তবুও এই ম্যাচেও তাঁর ওপরই ওপেনিংয়ের ভরসা রাখতে হবে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি ও লোকেশ রাহুল ব্যাট হাতে অসাধারণ পারফর করেছিলেন। এই ম্যাচেও তাদের ঘিরে প্রত্যাশা থেকবে ভারতীয় ভক্তদের। ভারত বিপক্ষে নতুন দল আফগানিস্তান এখনও পর্যন্ত মাত্র ৩টি একদিনের ম্যাচ খেলেছে।  যার মধ্যে ভারত জিতেছে দুটি ম্যাচ।  একটি ম্যাচ টাই হয়েছে। ভারত বনাম আফগানিস্তান প্রথম ম্যাচ খেলা হয়েছিল মার্চ ২০১৪ এশিয়া কাপে  মিরপুর শেরে বাংলায়।  এই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচটি ২০১৮ সালের সেপ্টেম্বরে খেলা হয়েছিল। এই ম্যাচ টাই হয়েছিল। ভারত  বনাম আফগানিস্তানের মধ্যে তৃতীয় দেখা হয়েছিল  ২০১৯ সালের বিশ্বকাপে।  এই ম্যাচে ভারত জিতেছিল ১১ রানে।  প্রথমে ব্যাট করে ২২৪ রান করে ভারত। জবাবে ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল আফগান দল।    

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতআফগানিস্তান | ম্যাচে | কে | এগিয়ে