আর্কাইভ থেকে জাতীয়

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কিছু নেই : শেখ হাসিনা

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কিছু নেই : শেখ হাসিনা
দেশবাসী সবসময় তার দলের পাশে আছে। সামনে আগামী নির্বাচন। এই নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সবসময় আমাদের পাশে আছে। বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (১১ অক্টোবর) টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই ওপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময়ই বড়ো বড়ো আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে। প্রধানমন্ত্রী বলেন, গেল ১৪ বছরে গণতন্ত্রের মধ্যদিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে। শেখ হাসিনা আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সাথে আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সবসময়ই থাকে। আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি। তিনি বলেন, জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না।  

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনের | আগে | ষড়যন্ত্র | নিয়ে | উদ্বেগের | কিছু | নেই | | শেখ | হাসিনা