আর্কাইভ থেকে বাংলাদেশ

যুদ্ধে রাশিয়ার জেনারেল নিহত- দাবি ইউক্রেনের

যুদ্ধে রাশিয়ার জেনারেল নিহত- দাবি ইউক্রেনের

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এক রুশ জেনারেল নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা।

তারা জানায়, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছে। ইউক্রেনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

তবে রাশিয়ার কর্মকর্তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা বলছে, ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চিফ অফ স্টাফ।

সেখানে আরও বলা হয়েছে, রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত বা আহত হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগ বলছে, গেরাসিমভ চেচনিয়ার যুদ্ধে এবং সিরিয়া রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। 'ক্রাইমিয়াকে সংযুক্ত করার জন্য' তিনি পদক পেয়েছিলেন।

ইউক্রেনের গোয়েন্দারা টুইটারে একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, ইনিই মেজর জেনারেল ভিতালি গেরেসিমভ।

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধে | রাশিয়ার | জেনারেল | নিহত | দাবি | ইউক্রেনের