আর্কাইভ থেকে এশিয়া

ইসরাইলে জরুরি ঐক্য সরকার গঠন

ইসরাইলে জরুরি ঐক্য সরকার গঠন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে একটি জরুরি ঐক্য সরকার গঠন করেছে ইসরাইল। গাজায় হামাসের বিরুদ্ধে বিমান হামলা চলমান থাকার মধ্যে বুধবার  এই সরকার গঠন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্তজ এক যৌথ বিবৃতিতে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রতিরক্ষা প্রধান ও বিরোধী দলীয় সেনা বেনি গান্তজের সঙ্গে একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতীয়  ঐক্যের চেয়ারম্যান থাকবেন বেনি গান্তজ। এতে আরও বলা হয়েছে, যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা গঠিত হবে তিন সদস্য নিয়ে।  তারা হলেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী  ও জাতীয়  ঐক্যের চেয়ারম্যান। আরও  দুই কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে থাকবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়  বুধবারও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল। এছাড়া গাজার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। হামাস জানিয়েছে, সেখানে তাদের যোদ্ধারা এখনও সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০ জনে। আহত হয়েছেন আরো ২ হাজার ৭০০ জন।অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের পাল্টা হামলায় ১ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫ সহস্রাধিক আহত হয়েছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ইসরাইলে বড় ধরনের হামলা শুরু করে। বুধবার পঞ্চম দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ি,আল আকসা মসজিদের অপবিত্রতা এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে স্থল, আকাশ ও সমুদ্রপথে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ ১৬ বছর ধরে গাজায় অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, গত বছর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীরের শহরগুলোতে সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখণ্ডে  ইসরেইলের  অবৈধ বসতি বৃদ্ধিসহ নানা বিষয়ে ক্ষুব্ধ হয়ে রকেট হামলা চালায় হামাস। আর এর জবাবে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলে | জরুরি | ঐক্য | সরকার | গঠন