আর্কাইভ থেকে দেশজুড়ে

পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
পঞ্চগড়ের বোদায় রাস্তার কার্পেটিংয়ের মিক্সচার মেশিন থেকে নির্গত কালো ধোয়া, বিটুমিন পোড়ানো দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ায় পরিবেশ রক্ষার দাবিতে বোদা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসিরা ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কের বোদা মডেল মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর কুমারী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বক্তব্য রাখেন। তিনি জানান, বসতি এলাকায় ও বোদা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঠাকুরগাঁয়ের সাইফুল আলম নামের এক ঠিকাদার রাস্তায় কার্পেটিং করার জন্য একটি মিক্সচার মেশিন স্থাপন করে। ওই মেশিন থেকে নির্গত কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধ ও ধোয়ার কারণে শিশু শিক্ষার্থী ঠিক মত শ্রেণি কক্ষে ক্লাশ করতে পাচ্ছে না। দুর্গন্ধের থেকে রক্ষ পেতে প্রতিটি শিশুকে মাস্ক পরে স্কুলে আসতে হচ্ছে। ওই মিক্সচার মেশিনের কালো ধোয়া ও দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়েছে। তিনি মিক্সচার মেশিনটি অন্যত্র স্থানান্তরের দাবি জানান। সাইফুল আলম মিক্সচার মেশিনের অপারেটর মনিরুল ইসলাম জানান, এখানে বিটুমিন জ্বালিয়ে পাথরের সাথে মিশিয়ে রাস্তার কার্পেটিংয়ের মিক্সচার তৈরি করা হয় তাই দুর্গন্ধ ছড়ানোর কথা নয় আর ওয়াটার ডাসকোন তৈরি করা হয়েছে তাই মেশিন থেকে কালো ধোয়া নির্গত হচ্ছে না। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পরিবেশ | রক্ষায় | শিক্ষার্থী | ও | এলাকাবাসীর | মানববন্ধন