আর্কাইভ থেকে বাংলাদেশ

সেরা দশে নাসুম, চার ধাপ পিছিয়েছেন সাকিব

সেরা দশে নাসুম,  চার ধাপ পিছিয়েছেন সাকিব

আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন বাংলাদেশের নাসুম আহমেদ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করে পুরস্কার হাতেনাতেই পেলেন ২৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স টাইগার স্পিনার। 

আফগান সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ তুলে থেমেছিলো বাংলাদেশ। জবাবে নাসুমের বিধ্বংসী বোলিংয়ে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ৬১ রানের জয়ে মাঠ ছাড়ে মাহমু্দউল্লাহর দল। ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি টেবিলে।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে,  ৬৩৭ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশমস্থানে নাসুম। ৬৪৫ রেটিং নিয়ে তার আগের অবস্থানে আছেন আরেক বাঁহাতি অর্থোডক্স স্পিনার অ্যাস্টন অ্যাগার। প্রথম পাঁচটি অবস্থানে আছেন যথাক্রমে তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, আদিল রশিদ, অ্যাডাম জাম্পা এবং রশিদ খান।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশেন। অজিদের বিপক্ষে ১৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে গেছে পাকিস্তানের আজহার আলি। দুই ধাপ এগিয়ে টাইগার ব্যাটার মুশফিকুর রহিম এখন ২২তম স্থানে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে ৬ ধাপ এগিয়ে আফগানদের হজরতউল্লার অবস্থান এখন ১৩ নম্বরে।  নেমে গেছে চার ধাপ, তিনি এখন ১৯ নম্বরে।

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন সেরা | দশে | নাসুম | | চার | ধাপ | পিছিয়েছেন | সাকিব