আর্কাইভ থেকে দেশজুড়ে

বড় বড় সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে: মোরশেদ আলম, এমপি

বড় বড় সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে: মোরশেদ আলম, এমপি
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সেনবাগে এত উন্নয়ন সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বড় বড় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) নোয়াখালীর সেনবাগ উপজেলায় মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকার কর্তৃক গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে ডমুরুয়া জেড. চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় ও আলোচনাসভা হয়। সভায় মোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে অনেক উন্নয়ন করেছেন। যাদের ঘর নেই, তারা ঘর পেয়েছেন। আর যারা ঘর পাওয়ার উপযোগী কিন্তু এখনো পায়নি, পর্যায়ক্রমে তাদেরকেও ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী বয়স্কভাতা বিধাবভাতা, প্রতিবন্ধী ভাতা প্রবর্তন করেছেন। তিনি ক্ষমতায় না থাকলে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। মোরশেদ আলম আরো বলেন, বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তিনি সময় পাননি। তার মেয়ে এসব লক্ষ্য বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্ঠা করছেন। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে মত বিনিময় সভায় সঞ্চালনা করেন ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা লায়ন সাহাবুদ্দিন, ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাকের আহম্মেদ, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, ইউপি সদস্য গাজী মনির হোসেন দুলাল এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | বড় | সিদ্ধান্ত | বাস্তবায়ন | হয়েছে | শেখ | হাসিনার | নেতৃত্বে | মোরশেদ | আলম | এমপি