আর্কাইভ থেকে বিনোদন

উধাও ‘থ্রি ইডিয়টস’-এর চতুর, কোথায় রয়েছেন ‘সাইলেন্সর’?

উধাও ‘থ্রি ইডিয়টস’-এর চতুর, কোথায় রয়েছেন ‘সাইলেন্সর’?
কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা ছুঁয়ে ফেলেন রাতারাতি। বলিপাড়ার কৌতুকাভিনেতাদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে ফেলেছিলেন। কিন্তু যে অভিনেতাকে নিয়ে এত মাতামাতি, বলিপাড়া থেকে তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন কেন? এখন কোথায় রয়েছেন, কী করছেন ‘থ্রি ইডিয়টস’-এর চতুর? ২০০৯ সালে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। কমেডি ঘরানার হিন্দি ছবি হিসাবে আজও দর্শকমনে রয়েছে ছবিটি। আমির খান, আর মাধবন, শরমন জোশী, বোমান ইরানি এবং করিনা কাপুর খানের পাশাপাশি এই ছবিতে অভিনয় করে নজর কেড়ে নেন ওমি বৈদ্য। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে সাইলেন্সরওরফে চতুর রামলিঙ্গম চরিত্রে অভিনয় করতে দেখা যায় ওমিকে। ইংরেজি মেশানো ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলা চতুরের চরিত্র সকলের পছন্দ হয়। ছবি মুক্তির পর কৌতুকাভিনেতা হিসাবে রাতারাতি জনপ্রিয় হয়ে যান ওমি। তবে শুধুমাত্র অভিনয়ের জন্য ‘থ্রি ইডিয়টস’ ছবিতে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলেননি ওমি। সে সময় বাস্তবেও ও ভাবেই হিন্দিতে কথা বলতেন অভিনেতা। তার কারণ ওমির জন্ম ভারতে নয়। তাই হিন্দি ভাষার সঙ্গে তার আত্মীয়তাও দৃঢ় ভাবে গড়ে ওঠেনি। ১৯৮২ সালের ১০ জানুয়ারি আমেরিকার ক্যালিফর্নিয়ায় জন্ম ওমির। তার বাবা এবং ভাই দু’জনেই পেশায় চিকিৎসক। তবে ওমিকে নিয়ে তার মায়ের স্বপ্ন ছিল অন্য। ওমির মা চাইতেন তার পুত্র যেন অভিনয়ে নামেন। তাই ছ’বছর বয়স থেকেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে ওমিকে ভর্তি করানো হয়। তিন বছর অভিনয়ের পাশাপাশি নাচও শেখেন ওমি। নয় বছর বয়সে আমেরিকার একটি মরাঠি নাটকের দলে যোগ দেন ওমি। লস অ্যাঞ্জেলসে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে ফিল্ম নিয়ে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেন তিনি। ফিল্ম নিয়ে পড়াশোনা শেষ করার পর বিভিন্ন ছবিতে সম্পাদনার কাজ শুরু করেন ওমি। কিন্তু তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’, ‘দ্য অফিস’-এর মতো একাধিক ইংরেজি ধারাবাহিকে অভিনয় করেন ওমি। কিন্তু ছোটখাট চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে। ক্যালিফর্নিয়ায় থাকলেও প্রতি বছর এক বার অন্তত ভারতে আসতেন ওমি। ২০০৭ সালে মুম্বাইয়ে গিয়ে ওমি খবর পান ‘থ্রি ইডিয়টস’ নামের একটি ছবির জন্য অডিশন চলছে। বন্ধুর অনুরোধে সেখানে অডিশন দিতে যান তিনি। কানাঘুষো শোনা যায়, ‘থ্রি ইডিয়টস’ ছবির মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেন ওমি। কিন্তু তার হিন্দি উচ্চারণ শুনে পরিচালকের মাথায় নতুন পরিকল্পনা আসে। ওমির অডিশন দেখে রাজকুমার এতটাই মুগ্ধ হয়ে যান যে তার মতো একটি নতুন চরিত্র ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য তৈরি করেন পরিচালক। ওমিকে পরিচালক কথা দেন যে পার্শ্বচরিত্র হলেও ছবির প্রাণ হবেন ওমি। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর জনপ্রিয় হয়ে যান ওমি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘দেশি বয়েজ’, ‘প্লেয়ার্স’, ‘জোড়ি ব্রেকার্স’-এর মতো হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান ওমি। কিন্তু কোনও ছবিই অভিনেতার কেরিয়ারে বিশেষ দাগ কাটতে পারেননি। ২০১২ সালের পর ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় ওমির। মুম্বাই ছেড়ে আবার আমেরিকায় ফিরে যান তিনি। সেখানে গিয়ে টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন। ২০১৭ সালে ‘মিরর গেম’-এর মতো ‘বি গ্রেড’ ছবিতে অভিনয় করতে দেখা যায় ওমিকে। পরের বছর ‘ব্ল্যাকমেল’ ছবিতেও অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হয়নি। অভিনয় ছেড়ে পরিচালনার দিকে মন দেন ওমি। বর্তমানে স্ত্রী মিনাল পটেল এবং দুই সন্তান-সহ আমেরিকায় থাকেন তিনি। কানাঘুষো শোনা যায়, একটি মরাঠি ছবির পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন ওমি। মহারাষ্ট্র এবং পুণের বিভিন্ন এলাকায় সে ছবির শুটিং হয়েছে। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বেশ কিছু জায়গায় পারফর্ম করেন ওমি। সমাজমাধ্যমেও সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মজাদার ভিডিও পোস্ট করেন অভিনেতা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পার করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন উধাও | থ্রি | ইডিয়টসএর | চতুর | কোথায় | রয়েছেন | সাইলেন্সর