আর্কাইভ থেকে ক্রিকেট

হঠাৎ ব্যাটিং ধসে চাপে পাকিস্তান

হঠাৎ ব্যাটিং ধসে চাপে পাকিস্তান
দুই ওপেনারের বিদায়ের পর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে বড় সংগ্রহের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ১৫৩ রানের মাথায় বাবর ফেরার পরই ব্যাটিংয়ে ধস নামে পাকিস্তানের। মাত্র ১৬ রান যোগ করতেই শেষের ৫ উইকেট হারিয়েছে তারা। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।  শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৭২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় পাকিস্তান।  এরপর তৃতীয় জুটিতে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে ফিফটি পূরণের পরই মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। বাবর আউট হবার পর ক্রিজে এসে টিকতে পারেননি সৌদ শাকিল ও ইফতিখার আহমেদ।  কুলদীপ যাদবের এক ওভারেই যথাক্রমে ৬ রান ও ৪ রান করেই ফিরেছেন দুজন।  

এ সম্পর্কিত আরও পড়ুন হঠাৎ | ব্যাটিং | ধসে | চাপে | পাকিস্তান