আর্কাইভ থেকে বিএনপি

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে আবারও কেবিনে নেয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাত ১১ টার দিকে তাকে কেবিনে নেয়া হয়। বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, শনিবার রাত সোয়া ৯টার দিকে খালেদাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। সেখানে তার ফুসফুসে জমা ফ্লুইড অপসারণ করা হয়েছে। এছাড়াও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় আড়াই ঘণ্টা পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সর্বশেষ গত ১০ অক্টোবর সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিলো। এর আগেও কয়েকবার তাকে সিসিইউতে নেয়া হয়েছিলো। চিকিৎসকরা জানিয়েছেন, তার লিভারের অবস্থা ভালো না হওয়ায় ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। শরীরে ওষুধ কাজ করছে না। এখন খালেদার যে চিকিৎসা দরকার, তা দেশে সম্ভব নয় বলেও দাবি করেছেন চিকিৎসকরা। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়াকে | কেবিনে | স্থানান্তর