আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেলো ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ জনে। জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১৫ অক্টোবর) এ দাবি করে সরকারি সংস্থাটি। গত ৫০ বছরের ইতিহাসে হমাসের হামলায় একসঙ্গে এত ইসরায়েলি নিহতের ঘটনা এই প্রথম। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭২৪ শিশুসহ কমপক্ষে ২ হাজার ২২৮ ফিলিস্তিনি এখন পর্যন্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। ইসরায়েলের দাবি, গেলো ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত তারা গাজায় চার হাজার টন ওজনের অন্তত ছয় হাজার বোমা হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ইসরায়েলি।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | বেড়েই | চলেছে | মৃত্যুর | মিছিল