আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ জন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ১১২ জন আহত হয়ে হাসপাতালে আছেন। 

রোববার (২৫ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১২ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৪০৫ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়ে গেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

আল জাজিরার তথ্যমতে, রোববার গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এখনো বেশ কিছু ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুরাও তাদের কাছে পৌঁছাতে পারেননি। 

গাজা উপত্যকায় যেসব বাড়ি ধ্বংস হয়েছে, তার নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে বলে ধারণা করছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব দিয়েছে। তবুও ইসরাইলি বাহিনী তাদের বর্বর হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ইসরাইল | ফিলিস্তিন