আর্কাইভ থেকে বাংলাদেশ

‘কৃষি উৎপাদন বাড়লে খাদ্য ঘাটতির মোকাবেলা সম্ভব’

‘কৃষি উৎপাদন বাড়লে খাদ্য ঘাটতির মোকাবেলা সম্ভব’

দেশে কৃষি উৎপাদন বাড়াতে হবে। তাহলেই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বা খাদ্য ঘাটতির মোকাবেলা করা সম্ভব। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেলো শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির পর অন্যরা মদত দেয়ায় বিশ্বব্যাপী একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এসব সমস্যা সরকার মোকাবেলা করতে পারবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মোকাবেলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, করোনার সময় আহ্বান করা হয়েছিলো যে যা পারেন চাষ করুন, ফসল ফলান। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। যে কোন দুর্ঘটনা বা অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী, খাদ্যের অভাব দেখা দিতে পারে। দ্রব্যমূল্য বাড়তে পারে। তবে উৎপাদন বাড়িয়ে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করতে পারলে খুব বেশি সমস্যা হবে না।

তিনি আরও বলেন, টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন কৃষি | উৎপাদন | বাড়লে | খাদ্য | ঘাটতির | মোকাবেলা | সম্ভব