আর্কাইভ থেকে বাংলাদেশ

১৫ মার্চ থেকে পুরোদমে সব ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

১৫ মার্চ থেকে পুরোদমে সব ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে পুরোদমে ১৫ মার্চ থেকেই ক্লাস শুরু হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

আজ শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী জানান, ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা সম্ভব হয়নি।  এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে। শিগগিরই এ-সংক্রান্ত নোটিশ দেয়া হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনা মহামারির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

এরপর, চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ১৫ | মার্চ | পুরোদমে | ক্লাস | শুরু | শিক্ষামন্ত্রী