আর্কাইভ থেকে বাংলাদেশ

হঠাৎই সাকিব-পাপনের বৈঠক

হঠাৎই সাকিব-পাপনের বৈঠক

কথা ছিলো দুবাই থাকার। কিন্তু হঠাৎই শুক্রবার (১১ মার্চ) রাতে ঢাকায় ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব তখন দেশের মাটিতে। শনিবার (১২ মার্চ) দুপুরে হঠাৎ করেই মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাথে আছেন সাকিব। 

দুপুর সাড়ে ১২টায় মিরপুরের বিসিবি ভবনে প্রবেশ করেন বোর্ড সভাপতি। তার কিছুক্ষণ পরেই হাজির হন সাকিব। 

জাতীয় দল থেকে ছুটি মিলিছে। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে তার ছুটি ৩০ এপ্রিল পর্যন্ত। তবে আজ (শনিবার) বোর্ডের কাছে সাকিবের প্রস্তাব হতে পারে, ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি। এনিয়ে আলোচনা হচ্ছে পাপনের সঙ্গে।

সাকিবকে নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। যেখানে জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। এরপর শুরুতে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি। সাকিবের ওই প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন হঠাৎই | সাকিবপাপনের | বৈঠক