আর্কাইভ থেকে বাংলাদেশ

বাড়বে তাপমাত্রা

বাড়বে তাপমাত্রা

দেশের বিভিন্ন স্থানে চলতি সপ্তাহে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ সপ্তাহে রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির কোনও শঙ্কা এখনও পর্যন্ত নেই বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, পশ্চিমা অক্ষের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

গেলো বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন বাড়বে | তাপমাত্রা