আর্কাইভ থেকে অর্থনীতি

ভোক্তার নতুন উদ্যোগ, ১২ টাকায় ডিম পাবে ক্রেতা

ভোক্তার নতুন উদ্যোগ, ১২ টাকায় ডিম পাবে ক্রেতা
অবশেষে রাজধানীতে সরকার নির্ধারিত প্রতি পিস ১২ টাকা মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিম রাজধানীর বিভিন্ন জায়গায় এ দামে বিক্রি করা হবে। সোমবার (১৬ অক্টোবর) কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, কর্পোরেট গ্রুপ কন্টাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেকোনোভাবেই হোক, সারাদেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করছিল। গেলো বছর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে। কিন্তু দেখা গেল, গত ৬ আগস্টের ১২ টাকার ডিম হঠাৎ করে ৯ আগস্ট ১৫ টাকা হয়ে গেল। এরপর ব্যাপকভাবে আমরা সারাদেশে অভিযান পরিচালনা করেছি। তখন প্রাণিসম্পদমন্ত্রী উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা বাজারে ১২ টাকা নির্ধারণ করেন। কিন্তু আমরা সেটি সাড়ে ১২ টাকা পর্যন্ত এনেছিলাম। ভোক্তা ডিজি বলেন, আসলে প্রান্তিক খামারিদের খাবার থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এ কারণেই তারা পোষাতে পারেন না। এরপর গত ১২ অক্টোবর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা সরাসরি খামার থেকে এনে ১২ টাকায় ডিম বিক্রি করবেন। এরই ধারাবাহিকতায় আজকে এই কার্যক্রম উদ্বোধন করলাম। ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হবে। দাম আরও কমলে সেই দামে ভোক্তারা ডিম পাবেন। এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোক্তার | নতুন | উদ্যোগ | ১২ | টাকায় | ডিম | পাবে | ক্রেতা