আর্কাইভ থেকে ক্রিকেট

‘অনাকাঙ্ক্ষিত ঘটনা‌’র জন্য ক্ষমা চাইলেন লিটন

‘অনাকাঙ্ক্ষিত ঘটনা‌’র জন্য ক্ষমা চাইলেন লিটন
পুনতে টিম হোটেলের নিরাপত্তাকর্মী ডেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন লিটন কুমার দাস। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন এই ওপেনার । স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল।  হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য। গতকাল হোটেলের লবিতে অপেক্ষমাণ সাংবাদিকদের দেখে খেপে যান লিটন।  তিনি তখন দলের ভারতীয় পরামর্শক শ্রীধরণ শ্রীরামকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও মধ্যাহ্নভোজে যাচ্ছিলেন। লবিতে বাংলাদেশের সাংবাদিকদের দেখে হোটেলের নিরাপত্তাকর্মীদের ডেকে এ ব্যাপারে অভিযোগ করেন। এর পরপরই নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অনাকাঙ্ক্ষিত | ঘটনা‌র | জন্য | ক্ষমা | চাইলেন | লিটন