আর্কাইভ থেকে বাংলাদেশ

মধ্যবিত্তরাও টিসিবি লাইনে দাঁড়াতে বাধ্য: জাফরুল্লাহ

মধ্যবিত্তরাও টিসিবি লাইনে দাঁড়াতে বাধ্য: জাফরুল্লাহ

মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে না ঠিকই। কিন্তু অর্ধাহারে, অপুষ্টিতে আছে। আজকে যদি টিসিবির লাইনটা দেখি, আগে দেখতাম টিসিবিতে নিম্নবিত্ত কিছু মানুষ আসতেন। এখন মধ্যবিত্ত ঘরের কর্তাও লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। 

আজ শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। ওই দুর্ভিক্ষের বছরে দেশে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। তারপরেও না খেয়ে তিন লাখ মানুষ মারা গিয়েছিলেন। তার মূল কারণ ছিল দুঃশাসন ও মিস ম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনা। আজকে ফের সেই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন মধ্যবিত্তরাও | টিসিবি | লাইনে | দাঁড়াতে | বাধ্য | জাফরুল্লাহ