দেশজুড়ে

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের খুলে ফেলা রেললাইনের কারণে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলা হয়। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত রেললাইন মেরামতের মাধ্যমে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটি নাশকতা কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহ #রেললাইন #লাইনচ্যুত