আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ এপ্রিল

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ এপ্রিল

আগামী ১ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ শুরু হবে। ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

আজ শনিবার (১২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৮ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুই শিফটে। এর মধ্যে প্রথম শিফট সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

গেলো বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী এপ্রিলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাথমিকের | শিক্ষক | নিয়োগ | পরীক্ষা | ১ | এপ্রিল