আর্কাইভ থেকে বাংলাদেশ

মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) সংকটের কারণে দেশের একমাত্র উৎপাদনশীল এ খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্ফোরক দ্রব্য আসলে আবার শুরু হবে পাথর উত্তোলন।

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহা-ব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফরাজি পাথর উত্তোলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময় মতো বিস্ফরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) সরবরাহ করা সম্ভব হয়নি। আশা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা সম্ভব হবে।

মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে জিটিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন মধ্যপাড়া | খনি | পাথর | উত্তোলন | বন্ধ