আর্কাইভ থেকে বাংলাদেশ

নতুন একটি বৈশ্বিক ব্যবস্থা আসছে: পুতিন

নতুন একটি বৈশ্বিক ব্যবস্থা আসছে: পুতিন
‘নতুন একটি বৈশ্বিক ব্যবস্থা আসছে। আমরা এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারি অথবা কেউ এটিকে ধীর করার চেষ্টা করতে পারে; এমনকি একটি বহুমুখী বিশ্ব গড়ার গতিকে কিছুটা হ্রাস করতে তারা সক্ষমও হতে পারে; সে যাই হোক,এর আগমন অনিবার্য।’ বললেন চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে পৌঁছনোর পর বেইজিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তৃতীয় বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দিতে  মঙ্গলবার (১৭ অক্টোবর) বেইজিংয়ে গেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, কোনো দেশ অন্য দেশের সামনে নিজেকে কম গুরুত্বপূর্ণ দেখতে চায় না, সবাই সমান অধিকার চায়। তারা যখন ব্রিকসে যোগদান করে, তখন দেখে আমরা এই লক্ষ্য সত্যিই অর্জন করতে পারি। রাশিয়া আর কোনো কিছুতেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, বিপরীতে চীন তার প্রতিশ্রুতিগুলো বিশ্বস্তভাবে পালন করছে উল্লেখ করে পুতিন বলেন,সমসাময়িক রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে ওয়াশিংটনের পূর্ববর্তী চুক্তিগুলি বাতিল করার অভ্যাস রয়েছে, যা ইরানের সঙ্গে বহুপাক্ষিক পারমাণবিক কর্মসূচির চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে। পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতের মূলেও রয়েছে ওই একই সমস্যা। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ১৯৯১ সাল পর্যন্ত তৎকালীন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ন্যাটো পূর্বে দিকে আর প্রসারিত হবে না। তারপর থেকে, পাঁচ ধাপে ন্যাটো সম্প্রসারণ হয়েছে। (আমেরিকার) প্রত্যেক নতুন প্রশাসন যদি সব সময় শুরু থেকে শুরু করে তাহলে আমরা কীভাবে কোনো কিছুতে একমত হতে পারি? প্রসঙ্গত,চলতি বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর ফলে আইসিসির সদস্য দেশে গেলে পুতিন গ্রেপ্তার হতে পারেন। আইসিসির এমন পদক্ষেপের পর দেশের বাইরে তেমন পা রাখেননি তিনি। এরপর চলতি মাসের শুরুতে কিরগিজস্তান এবং এখন চীন সফর করছেন পুতিন। এই দেশ দুটি আইসিসির সদস্য দেশ নয়। ফলে সেখানে পুতিনের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | বৈশ্বিক | ব্যবস্থা | আসছে | পুতিন