আন্তর্জাতিক

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন

কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পাননি, চলছে নতুন গণনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি- রয়টার্স

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নতুন করে ভোট গণনা শুরু হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়াল গুরুত্বপূর্ণ এই নির্বাচন। 

দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এল এ এম রত্নায়েকের বরাতে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।  

শ্রীলংকার নির্বাচনী আইন অনুসারে, কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে নতুন করে ভোট গণনা করতে হয়।  

দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনুড়া কুমারা দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকিরা প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়েছেন।

প্রথম গণনায় কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ আর সাজিথ প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পান।  

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এল এ এম রত্নায়েক বলেন, ওই দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো এখন গোনা হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে মোট ৩৫ প্রার্থীর নাম আছে। তাদের নামের পাশে এক, দুই ও তিন লিখে ভোটাররা পছন্দের প্রার্থী হিসেবে চিহ্নিত করেন।

তবে চাইলে একজন প্রার্থীকেও বেছে নিতে পারেন ভোটাররা। সে ক্ষেত্রে ১, ২ ও ৩ এর বদলে  সেই প্রার্থীর নামের পাশে এক্স চিহ্ন একে দিতে হয়।  

ধারণা করা হচ্ছে, ৫৫ বছর বয়সী অনুড়া দিশানায়েকে এই দ্বীপরাষ্ট্রের প্রথম বামপন্থি রাষ্ট্রপ্রধান হবেন।

১ কোটি ৭১ লাখ ভোটারের দেশটিতে প্রায় ৭৬ শতাংশ ভোট পড়েছে। 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলংকা