কূটনৈতিক দিক দিয়ে ভারত-পাকিস্তানের বৈরি সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কাশ্মীরকে ঘিরে তৈরি ওই সম্পর্ক এখনও চলমান। রাজনিীতির পাশাপাশি ক্রীড়া জগতে বিশেষ করে ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা।
গত শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ১৯১ রানেই অলআউট হন বাবর আজমরা। সহজ জয় পায় রোহিত শর্মা বাহিনী।
চলতি বিশ্বকাপ আসরে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ভারত।ফলে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে রোহিত শর্মাদের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সাকিব বাহিনীর সামনে এখন বড় চ্যালেঞ্জ ভারত। বৃহস্পতিবার পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে নিজেদের পরাজয় সহজে মেনে নিতে পারেননি পাকিস্তানের জনগণ। পাকিস্তানের উর্দূ ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র শিল্প ললিউডেরও অনেক তারকার মন ভেঙ্গে গেছে। এখন অনেকে চাইছ্নে,বাংলাদেশের কাছে ভারতের যেনো পরাজয় হয়। ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে তাই্ অন্যরকম ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লিখেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।
বাংলাদেশকে দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী এক্স বার্তায় ঘোষণা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তা হলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’
বৃহস্পতিবারের ম্যাটচটিতে কাগজে কলমে ফেভারিট ভারত। তারপরও বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেহার। আরেকটি এক্স বার্তায় তাইতো এই অভিনেত্রী লিখেন,‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’