আর্কাইভ থেকে বাংলাদেশ

সর্বোচ্চ রান করে পাকিস্তানকে টার্গেট দিল বাংলাদেশ

সর্বোচ্চ রান করে পাকিস্তানকে টার্গেট দিল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। হ্যামিল্টনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচ শুরু হয় ভোর ৪টায়।

টস জিতে বায়লাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান।

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেই ৯ উইকেটে ২১১ রান করেছিল টাইগ্রেসরা।

ফারজানা ১১৫ বলে ৫ চারে করেন ৭১ রান। ওপেনিংয়ে নামা শারমীন ৫৫ বলে ৬ চারে করেন ৪৪ রান। জ্যোতির ব্যাট থেকে আসে ৪৬ রান। এ ছাড়া শামীমা ১৭, রুমানা ১৬ এবং রিতুমণি ও সালমা করেন ১১ রান করে।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছে নাশরা সিন্ধু। এছাড়া নিদা দার, ফাতিমা সানা ও উমাইমা সোহেলের শিকার ১টি করে উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন সর্বোচ্চ | রান | করে | পাকিস্তানকে | টার্গেট | দিল | বাংলাদেশ