আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তান বধে উচ্ছ্বাসিত তারা!

পাকিস্তান বধে উচ্ছ্বাসিত তারা!

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। ম্যাচ শেষে এই অফ স্পিনার জানালেন, পাকিস্তানের বিপক্ষে জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকেন তারা।

একই সাথে ঐতিহাসিক এই জয়ের পর নিজেদের অনুভূতি প্রকাশ  করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জাহানার আলম জানান, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য এই জয় পাথেয় হয়ে থাকবে।’ 

ফাহিমা জানান, ‘আমরা পাকিস্তানের সঙ্গে খেলি, তখন আমরা সত্যিই রোমাঞ্চিত ও জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকি। আজ (১৪ মার্চ)  আলোচনা করেছিলাম আমাদের স্বাভাবিক খেলা যাতে খেলতে পারি।   যখন আগে ব্যাট করছিলাম, আমরা আলোচনা করছিলাম ২৫০ রানের বেশি করতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে (২৫০) করতে না পারলেও আমাদের বোলিং খুব ভাল হয়েছে। ঠিক জায়গায় বল করে সাফল্য পেয়েছি। ’

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এই জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। এই টুর্নামেন্টে একটা মোমেন্টামের দরকার ছিল যেটা আজকে আমরা পেয়েছি। বিশ্বকাপে দেশের প্রথম জয়ে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অনুভব করছি। আশা করব, ভবিষ্যতেও আমরা যেন জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখি।’ 

রুমানা আহমেদ আনন্দ প্রকাশ  করেন বলেন, ‘আমরা আমাদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভালোভাবে জয়লাভ করেছি। এটা আমাদের ক্রিকেটের জন্য বড় মাইলফলক হবে বলে মনে করি। এই জয়ের মাধ্যমে সামনের ম্যাচগুলোতে আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে এবং মেয়েরা ভালো ক্রিকেট উপহার দেবে।’

ফারজানা হক জানান, ‘জয় সবসময় আনন্দদায়ক। এটা অবশ্যই খুশির একটা বিষয়। এই জয়টা আমাদের সবার জন্য দরকার ছিল। আমাদের বিশ্বাস ছিল, সবাই মিলে যদি একসাথে খেলতে পারি তাহলে জয়টা আমাদের জন্য সম্ভব হবে। আমরা সেটা করতে পেরেছি বিধায় আজ জয় পেয়েছিল। সামনে যে আরও চারটা ম্যাচ আছে, এই জয়টা সেগুলোর জন্য অনুপ্রেরণা হবে।’

 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | বধে | উচ্ছ্বাসিত