আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি বলে গ্রিসের কোস্টগার্ড নিশ্চিত করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি টহল নৌকা লিবিয়া সাগরের কাছে নৌকাটির সন্ধান পায় এবং পরে সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুটি শিশুও রয়েছে । বর্তমানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় শনাক্তের কাজ চলছে।

গ্রিসের কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (যাদের মধ্যে ৪ নারী ও ২ শিশু), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্রিসে #দক্ষিণে গাভদোস উপকূলে #৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশী #বাংলাদেশি #গ্রিসের কোস্টগার্ড