চলতি বিশ্বকাপ সিরিজে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বিশাল পরাজয় বরণ করে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ২৫৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
বাংলাদেশের হারের পর কিছুটা মনক্ষুণ্ণ হলেও টাইগারদের শান্তনা দিয়েছেন পাকিস্তানের সেই আলোচিত অভিনেত্রী সেহার শিনওয়ারি। বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘টাইগাররা ভালো খেলেছ। অন্তত তাদের ঘরের মাঠে ইন্ডিয়ান টিমকে তোমরা চ্যালেঞ্জ তো করেছ!
এর আগে,গত শনিবার (১৪ অক্টোবর)ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত। ভারতের বিপক্ষে নিজেদের পরাজয় সহজে মেনে নিতে পারেননি পাকিস্তানের জনগণ। পাকিস্তানের উর্দূ ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র শিল্প ললিউডেরও অনেক তারকার মন ভেঙ্গে গেছে।
বাংলাদেশকে দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছিলেন হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচের আগে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী এক্স বার্তায় ঘোষণা দিয়েছিলেন,‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তা হলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার পুনের ব্যাটিং বান্ধব উইকেট টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও রান খুব বেশিদূর নিয়ে যেতে পারেনি টাইগারা। তানজিম তামিমের ৫১, লিটন দাশের ৬৬ আর মাহমুদউল্লাহ করেন ৪৬ রান। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৬।জবাবে শুভমন গিল ৫৩ আর কোহলির শতকে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে জয় পায় বাংলাদেশ।