আর্কাইভ থেকে বাংলাদেশ

রাষ্ট্রপতির কা‌ছে মা‌র্কিন রাষ্ট্রদূতের প‌রিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কা‌ছে মা‌র্কিন রাষ্ট্রদূতের প‌রিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (১৫ মার্চ) মা‌র্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কা‌ছে তার প‌রিচয়পত্র পেশ ক‌রেন।

ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, বাংলা‌দেশ ও যুক্তরা‌ষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপনকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পেরে রাষ্ট্রদূত হাস সম্মানিত বোধ করছেন।

মানবাধিকার, পারস্পরিক বাণিজ্য, সুশাসন, শ্রম অধিকার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের অঙ্গীকার বিষয়ে অংশীদারিত্বের মাধ্যমে নতুন রাষ্ট্রদূত দুই  দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার প্রতীক্ষায় আছেন। 

গত ১ মার্চ ঢাকায় আসেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হয় তিনি।যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করেছেন   ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন রাষ্ট্রপতির | কা‌ছে | মা‌র্কিন | রাষ্ট্রদূতের | প‌রিচয়পত্র | পেশ