আর্কাইভ থেকে আবহাওয়া

শীতের আগমনীর মধ্যেই লঘুচাপ, বৃষ্টির আনাগোনা

শীতের আগমনীর মধ্যেই লঘুচাপ, বৃষ্টির আনাগোনা
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ অক্টোবর) আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অক্টোবর ও নভেম্বর ‘ঘূর্ণিঝড়প্রবণ’ মাস হিসাবে পরিচিত। দেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়। মৌসুমি বায়ু আসার আগে মার্চ, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় হয়। আবার চলে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে হয়। প্রাকৃতিক নানা কারণে সমুদ্রে কোনো কোনো স্থানে কেন্দ্রাভিমুখী ঝড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে (বাতাসের গতি বৃদ্ধি পেয়ে) সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এদিকে প্রকৃতি শোনাচ্ছে শীতের আগমনীবার্তা। এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই স্থানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন শীতের | আগমনীর | মধ্যেই | লঘুচাপ | বৃষ্টির | আনাগোনা