সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মেরাজুল ইসলাম শেখকে (২৬) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ অক্টোবর) বিকেলে আসামিকে আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ জুলহাজ উদ্দিন।
তিনি বলেন, দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মেরাজুল ইসলাম শেখকে রোববার সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ঘটনায় নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান শনিবার (২১ অক্টোবর) রাতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলী পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ফরহাদের ছেলে আলামিন ও তার বন্ধু আলামিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে হায়দারের ছেলে মেরাজুলসহ তার লোকজন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আলামিন শেখকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ হত্যার ঘটনায় মামলার একদিন না যেতেই ঢাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আমরা সদর থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।